তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে ইসি
আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে সময় চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে এই চিঠি দিয়েছে ইসি।
আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
ইসি সচিব বলেন, আরপিওর একটা অ্যামেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট কাউন্টিং পদ্ধতিটা কি হবে। কোন কোন ব্যালট বাদ যাবে এবং কি পদ্ধতিতে কাউন্ট করা হবে, সেটার ওপর একটা অ্যামেন্ডমেন্ট ছিল, উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।
তিনি আরও বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে যে দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুই দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়, কোনো আপত্তি আছে কি না।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: