• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’

প্রকাশিত: ২২:০৫, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’

ছবি: প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়– যেখানে দুই দেশের জনগণই প্রধান অংশীদার।

শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা ব‌লেন, মৈত্রী দিবস ভারত ও বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক, যা কোনোদিন মুছে ফেলা যাবে না। 

হাইকমিশনার আস্থা প্রকাশ করেন যে, উভয় পক্ষই আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে, অতীতের ভাগাভাগি করা ত্যাগ দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হবে।

উল্লেখ্য, মৈত্রী দিবস ১৯৭১ সালের সেই দিনটিকে স্মরণ করে, যখন ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে বাংলাদেশের প্রতি সমর্থনের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে চিহ্নিত হয়ে আছে দিনটি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2