তফসিল ঘোষণার জন্য বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারের লক্ষ্যে বুধবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দেয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি গণমাধ্যম দুইটিতে পাঠিয়েছে ইসি। আগামী বুধবার (১০ ডিসেম্বর) এই ভাষণ রেকর্ড করা হবে।
জানা গেছে, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপরই বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।
প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়।
সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল নির্বাচন কমিশন। ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করেছিল নির্বাচন কমিশন।
বিভি/এসজি




মন্তব্য করুন: