নির্বাচনের আগে বেআইনি সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণার পরিকল্পনা রয়েছে। রাজধানীর সব নাগরিককে বেআইনি বা অনুমোদনহীন সমাবেশ ও জনজমায়েত থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর এই ধরনের সমাবেশের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করেছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
একই দিনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
বিভি/টিটি




মন্তব্য করুন: