• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৮:২৬, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যে কারণে এরইমধ্যে নিজের কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন তিনি। 

বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আসিফ। 

আসিফ মাহমুদ জানান, এরইমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদ বিবরণীও জমা দিয়েছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি কখন পদত্যাগ করবেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমাকে নয়, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংই তথ্য জানাবে।”

উপদেষ্টা জানিয়েছেন, তিনি নির্বাচন করবেন, তবে কোন দলের পক্ষে বা স্বতন্ত্রভাবে তা এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচনের আসন ও দল নির্বাচনের ব্যাপারেও ২–৩ দিনের মধ্যে স্পষ্টতা আসবে বলে আশ্বাস দেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রয়েছে। তবে এই বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। আসল সিদ্ধান্ত আমি নেওয়ার পরই স্পষ্ট হবে।” এভাবে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছেন এবং শিগগিরই তার প্রতিদ্বন্দ্বিতার বিস্তারিত তথ্য জানা যাবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2