• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী তফসিল ঘোষণা আজ, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ

প্রকাশিত: ০৮:৪৫, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনী তফসিল ঘোষণা আজ, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ এরইমধ্যে রেকর্ড করা হয়েছে। ভাষণ রেকর্ডের আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছেন সিইসি ও অন্য চার কমিশনার।

জনগুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং নির্বাচনকালীন প্রস্তুতির বিষয়ে সার্বিক অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর ১২টা ১২ মিনিটে বঙ্গভবনে যান এ এম এম নাসির উদ্দিন, অন্য চার কমিশনার ও কমিশন সচিব। রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব বিকালে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ডের তথ্য জানান। 

ইসি সচিব জানান, বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোট ও জাতীয় নির্বাচন, ব্যালট পেপার, ভোটের সময় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটের বিষয়ে রাষ্ট্রপতি প্রশংসা করেছেন এবং ভালো নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতি সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।

সিইসির ভাষণ রেকর্ড শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। 

এছাড়াও, সংসদীয় আসনের সীমানা নিয়ে কোন জটিলতা না থাকায় ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান ইসি সচিব। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2