• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো আইন না মানলে ব্যবস্থা: ইসি সচিব

প্রকাশিত: ১৭:০৭, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো আইন না মানলে ব্যবস্থা: ইসি সচিব

ফাইল ছবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

এসময় বলেন,  নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। তফসিল ঘোষণার পর রীতি অনুযায়ী যেসব পরিপত্র দেওয়া হয় তা তৈরি আছে বলেও ইসি সচিব। 

প্রবাসে আপাতত লিখি না আপাতত ১০ লাখ ভোটারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ইসি সচিব জানান এখন পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছে ৩ লাখেরও বেশি। এছাড়া এক কোটিরও বেশি প্রবাসে ভোটার আছে বলেও জানান আখতার আহমেদ।

এদিকে দেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ২১ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধন করতে পারবেন।

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের রায় নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। এসব রায়ে ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন ইসি সচিব।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2