• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

এক নজরে দেখে নিন ঘোষিত পূর্ণাঙ্গ তফসিল

প্রকাশিত: ১৮:৫৯, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এক নজরে দেখে নিন ঘোষিত পূর্ণাঙ্গ তফসিল

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন।

তার ঘোষিত তফসিল অনুযায়ী দেশে তেরোতম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। একই দিন জুলাই সনদের গণভোটও অনুষ্ঠিত হবে।

->মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর ২০২৫
->মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
-> আপিল দায়েরের তারিখ ১১ জানুয়ারি ২০২৬
-> প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি ২০২৬
-> চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতিক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬
-> নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত
-> নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ২০২৬ সাল
-> নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিট পর্যন্ত

এবারের সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। এ বিপুল সংখ্যক ভোটারের জন্য ইসি ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি সময় সাশ্রয় করতে প্রতিটি কক্ষে দুটি গোপন বুথ রাখা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2