• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে দুইদিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে

প্রকাশিত: ১৭:৩৫, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৬, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাতীয় স্মৃতিসৌধে দুইদিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে

ফাইল ছবি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দুইদিন স্মৃতিসৌধ এলাকায় অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হবে। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ থাকবে।   বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। 

এ ছাড়া, ১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি ও ভিআইপিদের পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।

ওই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2