জোট করলেও নিজ নিজ প্রতীকে করতে হবে নির্বাচন: হাইকোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, অতীতে নির্বাচনী জোট গঠন করার পর জাতীয় নির্বাচনে বেশির ভাগ ক্ষেত্রেই জোটে যে দল নেতৃত্বে ছিল, তাদের দলীয় প্রতীকেই অন্য ছোট দলগুলোকে ভোটে অংশ নিতে দেখা গেছে।
অবশ্য কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমী নজিরও রয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: