বিজয় দিবসে ঢাকার আকাশে লাল-সবুজ পতাকার রেকর্ড গড়তে চান আশিক চৌধুরী
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছর দিবসটি ঘিরে নানান ব্যতিক্রমী আয়োজন করা হয়। এবার ভিন্ন এক আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ই ডিসেম্বর ঢাকার আকাশে ঝাঁপ দিবো ইনশাআল্লাহ। সাথে থাকবে লাল সবুজের পতাকা। সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড।
ওই পোস্টের শেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তিনি লিখেছেন, সবাই আমন্ত্রিত।
উল্লেখ্য বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী একজন স্কাইডাইভার। মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট (১২.৭৩৯ কিলোমিটার) উচ্চতা থেকে জাম্প করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি ‘গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ’ রেকর্ড অর্জন করেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: