• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি 

প্রকাশিত: ০৯:০১, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ইসির নিজস্ব কর্মকর্তা রয়েছেন তিনজন। একই সঙ্গে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য নির্বাচনী পর্যবেক্ষণের আবেদন গ্রহণে ১০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাসহ মোট ৬৯ জনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আর খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে।

ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার ডিসিরাও দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2