আজ ১১টা ৫০মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে
রাজধানীর দ্রুতগামী গণপরিবহন মেট্রোরেল চলাচল আজ টানা ৪০ মিনিট বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাট্রুপারদের নিয়ে বিশেষ আয়োজন করা হবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। ওই প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।
মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: