• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস

বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য

প্রকাশিত: ১১:৪২, ১৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে সারা দেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। বিভাগীয় শহর রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। 

দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। 

বিভাগীয় নগরী রংপুরে দিবসের প্রথম প্রহরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।একইসাথে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাসহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হচ্ছে চট্টগ্রামে। 
প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 

৩১বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভৈরবে মহান বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়। সূর্য উদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। 

নওগাঁয় শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নরসিংদীতে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। 

পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সর্বস্তরের মানুষ। 

রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ান জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এসময় পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মানিকগঞ্জে সকাল ৬ টার দিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। জেলা বিএনপির উদ্যোগে সকাল ১০ টার দিকে দলীয় কার্যালয়ে সামনে থেকে  জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

খাগড়াছড়িতে নানা আয়োজনে ও উসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি'র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য ও চেঙ্গী স্কোয়ারে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2