• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন লায়ন শাহ নেওয়াজ

প্রকাশিত: ১৬:৪৭, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৩, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন লায়ন শাহ নেওয়াজ

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস২০২৫ উপলক্ষে  ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনআরবি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পান লায়ন শাহ নেওয়াজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। আইন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন, গণপূর্ত শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র উপস্থিত ছিলেন।

এবারে তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি হিসেবে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে শিল্পখাতে প্রত্যক্ষ বিনিয়োগের জন্য একজন, বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য ৭৫ জন এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য আমদানির জন্য ১০ জন রয়েছেন।

ছাড়া অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের জন্য বীমা সুবিধা, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, ক্ষতিপূরণ এবং মেধাবী সন্তানদের জন্য বৃত্তির চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ী সমাজসেবী শাহ নেওয়াজের দীর্ঘদিনের প্রচেষ্টা, নিষ্ঠা এবং আন্তরিক কাজের ফলে অসংখ্য সফল উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি নিউইয়র্কের গোল্ডেন এজ হোম কেয়ার, এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ, ক্যারিয়ার একাডেমি অফ নিউ ইয়র্ক, গ্যালাক্সি ড্রাইভিং, এনওয়াই কার অ্যান্ড লিমো সার্ভিসেস, সাপ্তাহিক আজকাল, আজকাল ডিজিটাল, গোল্ডেন এজ লাক্সারি হলসহ বিভিন্ন কোম্পানি এবং সংস্থার সভাপতি এবং সিইও হিসেবে নিযুক্ত আছেন।

সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত শাহ নেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর-এমবিএ এবং ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিপিএম) ডিগ্রি অর্জন করেছেন।

বাংলাদেশি-আমেরিকান সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ তার স্ত্রী। সংসার জীবনে এই দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র সাদমান নেওয়াজ কন্যা সাদিয়া নেওয়াজ।

শুধু বাংলাদেশই নয়, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ এর আগে নিউইয়র্ক সিটির মেয়র, কংগ্রেস সদস্য, স্টেট সিনেটর, অ্যাসেম্বলি কাউন্সিল সদস্যসহ বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে বহু স্বীকৃতি সম্মাননা পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সোসাইটি অন্যান্য স্বনামধন্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকেও বিভিন্ন পুরস্কার স্বীকৃতিও পেয়েছেন তিনি।

সিআইপি নির্বাচিত হওয়ায় আগামী দুই বছর রাষ্ট্রীয় নানা সুযোগ-সুবিধা পাবেন শাহ নেওয়াজ। এর মধ্যে রয়েছে সচিবালয়ে প্রবেশের পাস, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান-রেল সড়কপথে আসন সংরক্ষণে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ চামেলী ব্যবহারের সুবিধা এবং নিজের পরিবারের সুচিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাবেন।

 

বিভি/এনএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2