প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন কর্মীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলার এই ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল কারওয়ান বাজারের দিকে যায়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর চালায়। গেট ভেঙে রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে টেবিল-চেয়ার ও বিভিন্ন নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।
পরবর্তীকালে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝানোর চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া সিলেট ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর অফিসে হামলার খবর পাওয়া গেছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: