ময়নাতদন্ত হবে হাদির, নেওয়া হলো সোহরাওয়ার্দী মেডিকেলে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে নেওয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশের মাটিতে ফেরে হাদির মরদেহ।
এদিকে, শহিদ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে পরিবারের ইচ্ছায় কাজী নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে। ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এদিন দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: