• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাস-সহিংসতার আহ্বান সংবলিত পোস্টের ব্যাপারে অভিযোগ দেওয়ার আহ্বান

প্রকাশিত: ১১:২৬, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:২৬, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সন্ত্রাস-সহিংসতার আহ্বান সংবলিত পোস্টের ব্যাপারে অভিযোগ দেওয়ার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে এসব রিপোর্ট নেওয়া হবে। শনিবার (২১ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্ম গুলোতে রিপোর্ট করবে।

উল্লেখ্য, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে। মনে রাখা দরকার, হেট speech যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয় সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে জনসাধারণকে আহ্বান জানাচ্ছে।

যে নাম্বার এবং ইমেইলে রিপোর্ট করা যাবে : হোয়াটসঅ্যাপ নাম্বার 01308332592, মেইল notify@ncsa.gov.bd

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2