হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অ্যামনেস্টির গভীর উদ্বেগ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ আহ্বান জানায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি।
অন্তর্বর্তী সরকারকে শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে মৃত্যুদণ্ড ছাড়াই সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানায়।
গেলো ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক্স হ্যান্ডল
বিভি/এমআর




মন্তব্য করুন: