ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে পৌঁছেছে হাদির মরদেহ
আর কিছুক্ষণ পরই চিরনিদ্রায় শায়িত হবেন বিপ্লবী শরীফ ওসমান হাদি। তার মরদেহ এরই মধ্যে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশে। কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ওসমান হাদিকে দাফন করা হবে।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয়। জানাজাস্থল ও টেলিভিশনে যারা সরাসরি দেখেছেন তাদের বেশিরভাগই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
বিভি/এজেড




মন্তব্য করুন: