• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

সুদানে নিহত ৬ বীর সেনার জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন

প্রকাশিত: ০৯:৩৫, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪৪, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সুদানে নিহত ৬ বীর সেনার জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন

সুদানে সশস্ত্র বাহিনীর ড্রোন হামলায় নিহত বাংলাদেশের ৬ বীর সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকলের মরদেহগুলো নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে।

শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হেলিকপটারের মাধ্যমে মরদেহ পাঠানোর পর যথাযথ সামরিক মর্যাদায় এসব বীর সন্তানকে সমাহিত করা হবে।

এর আগে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে শহীদ সেনাদের মরদেহবাহী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণকালে সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2