• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

দেশজুড়ে ভোট ও গণভোট প্রচারে নামল ‘সুপার ক্যারাভান’

প্রকাশিত: ১৮:৪২, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশজুড়ে ভোট ও গণভোট প্রচারে নামল ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে সারাদেশে জনসচেতনতা ও প্রচারণা চালাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুপার ক্যারাভান’। মোট দশটি বিশেষভাবে প্রস্তুত গাড়ি এই কর্মসূচির অংশ হিসেবে মাঠে নামছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভোটের গাড়িবহরের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে ‘সুপার ক্যারাভান’-এর যাত্রা সূচনা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, সুপার ক্যারাভান দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরবে এবং ভোটাধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করতে ভূমিকা রাখবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2