• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ গিয়ে দীপুর পরিবারকে আশ্বস্ত করলেন শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত: ১৯:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৭, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহ গিয়ে দীপুর পরিবারকে আশ্বস্ত করলেন শিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহে কারখানাকর্মী দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ময়মনসিংহে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের অয়ে শিক্ষা উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন যে, এই হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধমূলক কর্ম, যার কোনো ন্যায়সঙ্গতা নেই এবং বাংলাদেশি সমাজে এর কোনো স্থান নেই। অভিযোগ, গুজব বা বিশ্বাসের পার্থক্য কখনও সহিংসতার কারণ হতে পারে না, এবং কোনো ব্যক্তিরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। সরকার আইনের শাসনের প্রতি তার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। কোনো অভিযোগ তদন্ত এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার কর্তৃত্ব একমাত্র রাষ্ট্রের হাতে ন্যস্ত।

অপরাধের সাথে জড়িত সন্দেহে আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে। তদন্ত চলমান রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই মামলা পূর্ণাঙ্গ ও বিনাব্যতিক্রমে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এ ধরনের সহিংসতার মোকাবিলায় আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে যে, দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে এবং আগামী দিনগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার পুনর্ব্যক্ত করে যে, সকল নাগরিকের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2