এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও অর্থ পরিশোধ সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাউশির পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এমপিও বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বলা হয়েছে। গত ২১ ডিসেম্বর স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধ করা হবে। গত জুলাই মাস পর্যন্ত এমপিও অর্থ সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। তবে আগস্ট মাস থেকে ইএফটির মাধ্যমে এমপিও অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বিল সাবমিটের ব্যবস্থা চালু করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমে এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করবেন। প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে নির্ধারিত মডিউলে সঠিক অর্থ উল্লেখ করে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই এমপিও অর্থ ইএফটির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে পাঠানো হবে।
অফিস আদেশে আরও বলা হয়, এমপিও তালিকাভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মারা গেলে বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসের বিধি অনুযায়ী তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। একইভাবে সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে বিল সাবমিট অপশনে তা উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশি জানায়, এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও অর্থ না পাওয়া বা অতিরিক্ত অর্থ পরিশোধ হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।
বিভি/টিটি




মন্তব্য করুন: