• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বিদ্যুতের ৬ প্রকল্পে প্রায় ৩ হাজার কোটির টাকার অনিয়ম হয়েছে : টিআইবি

প্রকাশিত: ১৪:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিদ্যুতের ৬ প্রকল্পে প্রায় ৩ হাজার কোটির টাকার অনিয়ম হয়েছে : টিআইবি

২০১০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরকারি সৌর প্রকল্প এবং আইপিপি সৌর প্রকল্প খাতের ৬টি প্রকল্পে ২ হাজার ৯২৬ কোটি ৮৮ লাখ টাকার অনিয়ম হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই তথ্য প্রকাশ করে।

টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেত্রবিশেষে সরকারি প্রকল্প সরকারি জমিতে স্থাপিত হলেও প্রতি মেগাওয়াট ইউনিট স্থাপনে ব্যয় ১৪ কোটি ৮ লাখ টাকা দেখানো হয়েছে, যা দেশের অন্যান্য সৌর প্রকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল।

টিআইবি গবেষণার আওতাভুক্ত বিদ্যুৎ খাতের ৫টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে মোট ২৪৯ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকার দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের মাত্র ৩ দশমিক ৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহার করা হয়েছে।

জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য জ্বালানি খাতে কর প্রণোদনা, শুল্ক ছাড়, ভ্যাট ছাড়, বীমায় প্রণোদনা যথেষ্ট কম বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন তদারকি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করার সুপারিশ করা হয়েছে টিআইবির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2