ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ
ছবি: সংগৃহীত
দেশের গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকলেও রাজধানীতে এতোদিন শীতের অনুভূতি তেমন একটা ছিলো না। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীতে কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবুল কালাম মল্লিক আরও বলেন, (আজ ১০ পৌষ) ধীরে ধীরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি। দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে শীত কমে আসবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এসময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বিভি/এআই




মন্তব্য করুন: