মনোনয়ন জমাদান সম্পন্ন, প্রতি আসনে প্রার্থী ৮ জনেরও বেশি
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে গড়ে প্রার্থী হয়েছেন ৮ জনেরও বেশি। ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য বলছে, ঢাকা বিভাগে ৪১ নির্বাচনী আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৪৪৪ জন। রংপুর বিভাগ ৩৩ নির্বাচনী আসনে ২৭৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া, রাজশাহী বিভাগে ৩৯ নির্বাচনী আসনে ২৬০ জন। খুলনা বিভাগ ৩৬ নির্বাচনী আসনে ২৭৬ জন। বরিশাল বিভাগ ২১ নির্বাচনী আসনে ১১৬ জন।
ফরিদপুর অঞ্চলের ১৫ নির্বাচনী আসনে ১৪২ জন। ময়মনসিংহ বিভাগে ৩৮ নির্বাচনী আসনে ৩১১ জন। সিলেট বিভাগে ১৯ নির্বাচনী আসনে ১৪৬ জন। কুমিল্লা অঞ্চলের ৩৫ নির্বাচনী আসনে ৩৬৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৩ নির্বাচনী আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৯৪ জন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: