• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

প্রকাশিত: ০৯:১০, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:১২, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুদেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

গত ১৭ মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির চার্জ দ্য 'অ্যাফেয়ার্স। আগের সরকারের আমলে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন। জবাবে, প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে ‘চমৎকার আইন’ হিসেবে বর্ণনা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2