খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিন রাষ্ট্রীয় শোক, একদিন সাধারণ ছুটি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া সারাদেশে একদিনের জন্য সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: