• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বুধবার বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক 

প্রকাশিত: ১৯:১৬, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বুধবার বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক 

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর এক স্মারকের মাধ্যমে নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, ওই দিন ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে। একই সঙ্গে বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী–২০২৫-এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো প্রয়োজন অনুযায়ী নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

একইভাবে ১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।

নীতি অনুযায়ী ‘ব্যাংক হলিডে’ তে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না।

শেয়ারবাজাররের শেয়ার অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না। তবে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2