• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩২, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর জেনারেল (অব.) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আজম খান , কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা।

এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালের উপ-নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

জানাজার আগে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নেতা। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিবিদকে হারালো বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।

জানাজা শেষে টাঙ্গাইলের সন্তোষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2