‘চাইলেই ব্যাটারি চালিত রিক্সা উঠিয়ে দেওয়া যায় না’
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, চাইলেই ব্যাটারি চালিত রিক্সা উঠিয়ে দেওয়া যায় না।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাব নগর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিক্সার পরীক্ষামূলক কর্মসূচী উদ্বোধন করেন তিনি। এসময়, রাজধানী ঢাকার রাস্তার বেহাল দশা তুলে ধরেন উপদেষ্টা। একইসাথে, সকল সড়ক কাজে লাগিয়েই শহরের উন্নয়ন করার কথা বলেন তিনি। মন চাইলেই সব রিক্স বন্ধ করে দেওয়া যায় না, তাদেরও পরিবরা পরিজনের কথা চিন্তা করতে হবে বলেও জানান ফাওজুল কবির খান। দ্রুতই অটো রিক্সায় মতো বাস সার্ভিসও চালু করা কথা জানা সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা।
বিভি/এসজি




মন্তব্য করুন: