• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

‘পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি শেয়ার করলে এনআইডি ব্লক’

প্রকাশিত: ২৩:৩৩, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৩৬, ৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি শেয়ার করলে এনআইডি ব্লক’

প্রতিকী ছবি

পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনসূত্রে একথা জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের বার্তায় বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যেকোন ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2