চলছে ঢাকার ২০ আসনের মনোনয়ন যাচাই-বাছাই
ছবি: সংগৃহীত
ঢাকা জেলার ২০টি আসনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেন। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে রবিবার (৪ জানুয়ারি) পর্যন্ত। আপিল শুরু হবে ৫ জানুয়ারি। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বৈধতা পেয়েছে ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মনোনয়ন বৈধতা পেয়েছে জামায়াতে ইসলামীর ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী কবির আহমদ। ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন বৈধতা পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটয়ারী। গণ অধিকার পরিষদ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন বৈধতা পেয়েছে মডেল মেঘলা আলম। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ভোটার যাচাই বাছাইয়ে অবৈধ ঘোষণা হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: