• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

মনোনয়নপত্র বাছাই শেষ, আজ থেকে ইসিতে করা যাবে আপিল আবেদন

প্রকাশিত: ০৯:৪৭, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৫, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মনোনয়নপত্র বাছাই শেষ, আজ থেকে ইসিতে করা যাবে আপিল আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে রবিবার (৪ জানুয়ারি)। অন্যদিকে, প্রার্থীতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে আজ থেকে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ তারিখ।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৭৫ জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা ১৩ এবং ১৫ আসনে মোট ২০টি মনোনয়নের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে। এর মধ্যে ১২টি বৈধতা পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2