• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা নিয়ে নির্দেশনা দিলো ইসি

প্রকাশিত: ২২:০১, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা নিয়ে নির্দেশনা দিলো ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে কোনো দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

সোমবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে ইসি।

এতে বলা হয়েছে, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না''।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ''আগামী ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে''।

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালার আলোকে এই বিজ্ঞপ্তি জারি করে ইসি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2