পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ও দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ- আ স ম শামসুর রহমান ভূঁঞা– যুগ্ম পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), মো, জিয়াউদ্দিন আহম্মেদ– উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-তেজগাঁও), মো. তরিকুল ইসলাম– উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান), মো. আসলাম উদ্দিন– উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স), খালেদা বেগম বিপিএম-সেবা– উপ-পুলিশ কমিশনার (আইসিটি), সৈয়দ মোহাম্মদ ফরহাদ– উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি), মোছা. লিজা বেগম– উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ), মোহাম্মদ মাহমুদুল কবীর– উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ), আব্দুল্লাহ আল মামুন পিপিএম- উপ-পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন), মোহাম্মদ মিজানুর রহমান– উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস), মোহাম্মদ নূরে আলম– উপ-পুলিশ কমিশনার (সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট), মো. আবু সাইম– উপ-পুলিশ কমিশনার (রেশন অ্যান্ড ক্লোথিং), মো. ইলিয়াস কবির– উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত, আইসিটি ও কাউন্টার টেরোরিজম) ও মোহাম্মদ রাকিব খাঁন– অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম), ভারপ্রাপ্ত (সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস)।
বিভি/টিটি




মন্তব্য করুন: