• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা: ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ১৪:২২, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২২, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা। তিনি বলেন, পর্যবেক্ষকরা ইসি'র তৃতীয় নয়ন। তাদের পর্যবেক্ষণ মানসম্মত হবে বলে তিনি আশা করেন।

বুধবার (৭ জানুয়ারি) এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন এন্ড ডেমোক্রেসি, এএফইডির নিবাচনী পর্যবেক্ষক বিষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইসি কমিশনার সানাউল্লাহ এমন মন্তব্য করেন।

মৌলিক বিষয়ের ব্যত্যয় যাতে না হয়, নীতিমালার মধ্যে থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হবে। পর্যবেক্ষক হওয়ার সুবিধা ব্যবহার করে অতীতের নির্বাচনগুলোয় আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারতো কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। ভুল বা অসম্পূর্ণ ঠিকানা দেওয়ায় পোস্টাল ভোটে নিবন্ধনে ৭ হাজার জনের অনুমোদন দেওয়া হয়নি বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2