• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে অধিদফতর ঘেরাও

প্রকাশিত: ১৫:৪৫, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪৫, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে অধিদফতর ঘেরাও

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে স্বচ্ছ পুনঃপরীক্ষার দাবি জানিয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা।

রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে এ বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনকারীরা দাবি করেন, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস হয়েছে। তাদের মতে, ফাঁস হওয়া প্রশ্নের কিছু অংশ পরীক্ষায় অনুরূপ এসেছে। তারা পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন পরীক্ষা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন-
> সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন পরীক্ষা নেওয়া হোক।
> সব চাকরির পরীক্ষার কেন্দ্রগুলিতে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার থাকতে হবে।
> একটি স্বতন্ত্র কমিটি গঠন করে পরীক্ষাগুলি পরিচালনা করতে হবে, একই দিনে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না।
> যেসব প্রতিষ্ঠানে প্রশ্নফাঁসের রেকর্ড রয়েছে, তাদের প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেওয়া যাবে না।
> প্রশ্নফাঁস প্রমাণিত হলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

গত ৯ জানুয়ারি বিকেলে সারা দেশে ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ২৫ ডিসেম্বর প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানোর পর দীর্ঘ সময় পরীক্ষাটি নেওয়ার কারণে প্রশ্নপত্র চক্রের হাতে চলে যায়। পরীক্ষার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেকে ফাঁস হওয়া প্রশ্ন শেয়ার করেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে, পরীক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2