• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুখবর

প্রকাশিত: ১৯:৩৭, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৭, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুখবর

ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি নিয়ে রয়েছে বড় সুখবর। ফেব্রুয়ারির শুরুতেই একদিন ম্যানেজ করতে পারলে টানা চারদিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাছাড়া মাসের দ্বিতীয় সপ্তাহেও পাবেন টানা তিনদিন ছুটি।

সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে। যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। 

আর আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে এদিন সাধারণ ছুটি থাকবে। ওইদিনও বৃহস্পতিবার। পরের দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিবীজীরা।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিন বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এ নিয়ে টানা ৩ দিনের ছুটি পাবেন সরকারি চাকরীজীবীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন উপলক্ষে দেওয়া সাধারণ ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকবে। যাতে প্রত্যেক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাতের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবেবরাত পালিত হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। পরের দিন বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি ভোগ করতে পারবেন তারা।

এ ছাড়া চাঁদের হিসেব অনুযায়ী শবেবরাত ৫ জানুয়ারি হলে ওইদিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনি) হওয়ায় টানা ৩ দিনের ছুটি পেতে পারেন তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত