• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট 

বাসস

প্রকাশিত: ১২:৫৫, ২২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট 

দিনাজপুর জেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বয়লার টিউব ফেটে যাওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক গতকাল বুধবার রাত ১২টায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার রাত ১১টা ৩ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ গতকাল রাত সাড়ে ১১ টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০২০ সালের ১৭ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। গত বছরের ১৬ অক্টোবর ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়। তৃতীয় ইউনিটটি আগামী মার্চ মাসে প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রক্রিয়া চলছে বলে সূত্রটি অবগত করেন। 

গত ১৮ জানুয়ারি সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। 

মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গতকাল বুধবার ১ নং ইউনিটি চালু করার পর ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রথম ইউনিটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হচ্ছে। 

তিনি বলেন, ১ নং ইউনিটের মেরামত শেষে গতকাল বুধবার বিকেল আটটায় বয়লারে ফায়ারিং শুরু করা হয়। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর পর রাত সাড়ে ১১টা থেকে ১ নং ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের অন্য ২৭৫ মেগাওয়াট তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলমান। তৃতীয় ইউনিটটি আগামী মার্চ মাসে প্রথম দিকে উৎপাদনে ফিরবে তাপ বিদ্যুৎ আশা করা হচ্ছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত