• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে আরও একদিন ছুটি বাড়ালো সরকার

প্রকাশিত: ১৬:০৯, ২২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচন উপলক্ষে আরও একদিন ছুটি বাড়ালো সরকার

ফাইল ছবি

ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন ঘিরে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার। এবার আরও একদিনের ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন।

এদিকে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় টানা চারদিন ছুটি পাচ্ছেন সরকারী কর্মজীবীরা। ফেব্রুয়ারি মাসজুড়ে রয়েছে ছুটির বহর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত