• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ঢাকা মেইলের বগি লাইনচ্যুত: ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

​সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৭, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২৭, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা মেইলের বগি লাইনচ্যুত: ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার ভোর প্রায় চারটার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

​আটকা পড়েছে বেশ কিছু ট্রেন। ​ভৈরব স্টেশনে রেললাইন অবরুদ্ধ থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। 

কক্সবাজার এক্সপ্রেস ও ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস আটকা পড়ে আছে। এছাড়া কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে।

​দুর্ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে স্টেশন  থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

​ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে লাইন মেরামত ও বগি উদ্ধারে আরও কিছুটা সময় লাগতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন: