• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উষ্ণ ভিডিও বা ছবি নয় ভিন্ন খবর দিলেন মিয়া খলিফা

প্রকাশিত: ১৮:০০, ২২ জুলাই ২০২১

আপডেট: ১৯:০৬, ২২ জুলাই ২০২১

ফন্ট সাইজ
উষ্ণ ভিডিও বা ছবি নয় ভিন্ন খবর দিলেন মিয়া খলিফা

সোশ্যাল মিডিয়ায় নিজের উষ্ণ ভিডিও বা ছবি শেয়ার না করে আজ এক ভিন্ন খবর দিলেন প্রাক্তন পর্ন তরকা মিয়া খালিফা। স্বামী রবার্ট স্যান্ডবার্গ-এর থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানালেন তিনি। 

[media type="image" fid="142294" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]

জানা যায়, মিয়া ২০১৯ সালে সুইডিশ শেফের সংগে অংটি বদল করেন। ২০২০-র জুন মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিলো। কিন্তু লকডাউনের কারণে তা ভেস্তে যায়। আর এখন নিজেদের বিচ্ছেদের কথা জানালেন প্রাক্তন এই পর্ন তারকা। সোশ্যাল মিডিয়ায় মিয়া লিখলেন, আমরা দু'জনেই বেশ জোরের সংগে বলতে পারি বিয়ে বাঁচিয়ে রাখার সব চেষ্টা আমরা দু'জনেই করেছিলাম। কিন্তু গত এক বছর থেরাপি বা সমস্ত চেষ্টা সত্ত্বেও তা কার্যকর হলো না। তবে একথা বলতে পারি আমরা একে-অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকবো সব সময়।

মিয়া আরও লেখেন, শুধু এইটুকু বলতে পারি মনে কোনও ক্ষোভ না রেখেই আমরা আলাদা হচ্ছি। 

[media type="image" fid="142293" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]

২৮ বছরের মিয়া খলিফা এর আগে ২০১১ সালে তাঁর হাইস্কুল প্রেমিককে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং ২০১৬তে তাঁদের ডিভোর্স হয়। এই সময়তেই নিজের পর্ন ক্যারিয়ার শুরু করেন মিয়া। মিডল ইস্টে 'হিজাবে' তাঁর অভিনয় করা যৌন দৃশ্য নিয়ে নানা বিতর্ক হওয়ার পর নিমেষেই এক নম্বর পর্ন তারকার শিরোপা পান মিয়া খালিফা।

আরও পড়ুন:
স্বামীর কুকীর্তিতে বিড়ম্বনায় পড়েছেন বলিউডের যেসব তারকাপত্নী 
পোশাক খুলে অডিশন দিতে বলেছিলেন রাজ, অভিযোগ মডেলের 
'শাকিব খান অসচ্ছল শিল্পীদের কথা কখনোই ভাবেন না'

রাজ-শিল্পা'র বাড়ি থেকে ৭০টি পর্ন ভিডিও উদ্ধার, প্রশ্নবিদ্ধ শিল্পা

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2