আওয়ামী লীগ লোক দেখানো ফটোসেশন করতে বন্যা দুর্গত এলাকায় যায়না- সেতুমন্ত্রী
আওয়ামী লীগ লোক দেখানো ফটোসেশন করতে বন্যা দুর্গত এলাকায় যায়না বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সৈয়দপুর স্টেডিয়ামের কাছে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এক পথসভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বন্যায় যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার সরকার তাদের সবাইকে পুনর্বাসিত করবে। বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, তারা দুর্গত হাওরে যাননি, উপদ্রুত উপকূলেও যাননি।
পাহাড়ে গিয়েছিলেন, কিন্তু নাটক করে ফিরে এসেছেন। বন্যা পরবর্তী সময়ে দুর্গত এলাকায় গিয়ে অনেকে ভাষণ দিয়েছেন তালি পাওয়ার জন্য। কিন্তু তাদের হাত খালি ছিল, বন্যার্তরা কিছুই পায়নি।
মন্তব্য করুন: