• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দ্বিতীয় হামলা ঠেকালো স্পেনের পুলিশ

প্রকাশিত: ১০:১৭, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ১০:১৭, ১৮ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
দ্বিতীয় হামলা ঠেকালো স্পেনের পুলিশ

বার্সেলোনার পর, স্পেনের ক্যামব্রিলস শহরে দ্বিতীয় দফায় সন্ত্রাসীদের হামলার চেষ্টা রুখে দিয়েছে পুলিশ। তাদের গুলিতে সন্দেহভাজন পাঁচ হামলাকারী নিহত হয়েছে। এদিকে, বার্সেলোনা শহরের লাস রামব্লাস পর্যটন এলাকায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটকদের ভীড়ের ওপর কাভার্ড ভ্যান উঠিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়। শুক্রবার সকালে বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যামব্রিলস শহরে ব্যাপক অভিযান চালায় পুলিশ। এসময় সংঘর্ষে সন্দেহভাজন চার হামলাকারী নিহত হয়। আহত এক হামলাকারী পরে মারা যায়। বুধবার সন্ধ্যায় এই শহরের আলকানার এলাকার একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত হয়। এ ঘটনার সাথে লাস রামব্লাস এলাকার হামলার সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ। এদিকে, লাস রামব্লাসে হামলার সাথে জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হলেও পালিয়ে গেছে কাভার্ড ভ্যান চালক। আটক এক ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। মরক্কোয় জন্মগ্রহণকারী ২০ বছর বয়সী ঐ ব্যক্তির নামে কাভার্ড ভ্যানটি ভাড়া নেয়া হয়।

মন্তব্য করুন: