• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…

প্রকাশিত: ১১:৪৬, ২১ আগস্ট ২০১৭

আপডেট: ১১:৪৬, ২১ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…

* চট্টগ্রাম বিমানবন্দর সড়কের সাত কিলোমিটার এলাকা চারলেনে প্রশস্ত করাসহ সড়কের সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সকালে কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় মেয়র আ জ ম নাসির উদ্দিন এ কাজে সবার সহযোগিতা চান। * শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেজবান হয়েছে চট্টগ্রামে। দক্ষিণ রাউজানের নোয়াপাড়া আওয়ামী লীগ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। * জেএসএস ও ইউপিডিএফ পূর্ণ স্বায়ত্বশাসনের স্বপ্ন দেখিয়ে সাধারণ পাহাড়িদের ধোঁকা দিচ্ছে, অভিযোগ সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার। খাগড়াছড়ির দীঘিনালায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে শোক দিবসের আলোচনায় তিনি এ অভিযোগ করেন। * নাটোরের নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পাটুল, ভোজনগাছা, আচরাখালী, কালিগঞ্জের চারটি স্কুল মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়। * রংপুরের পীরগঞ্জে বন্যা দুর্গতদের ত্রাণ দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নূর মোহাম্মদ মন্ডল। বানভাসি আটটি গ্রামের তিন হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল আটা লবনসহ শুকনো খাবার বিতরণ করেন তিনি। * জয়পুরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরন করেছে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে প্রত্যেক কৃষককে দুই কেজি করে ধানবীজ বিতরন করা হয়। * সাংবাদিকতায় তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। উপজেলা মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির এ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। * তিন দিনের বৃক্ষ মেলা শুরু হয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জে। উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহম্মেদ। দেশি বিদেশি বিভিন্ন গাছের ৩০টি স্টল রয়েছে মেলায়।

মন্তব্য করুন: