পাহাড় ধস: ৬৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়ক চালু
পাহাড় ধসের ৬৮দিন পর ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে। সকালে সাপছড়ির শালবনে নবনির্মিত বেইলি ব্রিজ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘ দুই মাস চেষ্টা চালিয়ে দুই কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নতুন সেতুটি নির্মাণ করে।
১৩জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনায় সাপছড়ির শালবন এলাকায় রাঙ্গামাটি- চট্টগ্রাম সড়কের একশ মিটার জায়গা ধসে যায়। বন্ধ হয়ে যায় সড়ক যোগযোগ। ঘটনার ৯ দিনের মাথায় সড়কের ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প সংযোগ সড়ক নির্মাণ করে হালকা যানবাহনের জন্য খুলে দেয় সেনাবাহিনী।
মন্তব্য করুন: