নায়করাজ রাজ্জাকের প্রথম নামাজে জানাযা হয়েছে এফডিসিতে
নায়করাজ রাজ্জাকের প্রথম নামাজে জানাযা হয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। শেষ শ্রদ্ধা জানাতে সেখান থেকে কিছুক্ষণের মধ্যে মৃতদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।সবশেষ গুলশান আজাদ মসজিদে জানাযার পর বাংলা চলচিত্রের প্রবাদ পুরুষ রাজ্জাকের দাফন হবে বনানী কবরস্থানে। গত সন্ধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ।
শক্তিমান এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারাদেশে। ষাট ও সত্তর দশকে চলচ্চিত্রের শীর্ষে থাকা বাংলার মহা-নায়ক রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিএনপি চেয়ারপারসন। রাজ্জাকের মৃত্যুর খবর শুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ও গুলশানে রাজ্জাকের বাসায় ছুটে যান চলচিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলীরা ।
মন্তব্য করুন: