প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল: প্রধানমন্ত্রী
সংসদকে হেয় করার পর প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছেন প্রধান বিচারপতি। যে ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে, সেই ক্ষমতা নিজে পাচ্ছেন না দেখে প্রধান বিচারপতির এতো রাগ। প্রধানমন্ত্রী আরো বলেন, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতিই নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতিকে। পাকিস্তানের সাথে তুলনা করার ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা সহ্য করা হবে না ।ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি অনেক অবান্তর কথা বলেছেন বলে জানান শেখ হাসিনা ।
মন্তব্য করুন: